‘ক্ষেপণাস্ত্র উতক্ষেপণ কেন্দ্রে আবার কাজ শুরু করেছে উ. কোরিয়া’

তোংহাই উতক্ষেপণ কেন্দ্র উত্তর কোরিয়ার উত্তরাঞ্চলীয় উপকূলে একটি ক্ষেপণাস্ত্র উতক্ষেপণ কেন্দ্রের কাজ আবার শুরু করেছে পিয়ংইয়ং। এ দাবি করেছে আমেরিকার একটি সংস্থা।

‘ক্ষেপণাস্ত্র উতক্ষেপণ কেন্দ্রে আবার কাজ শুরু করেছে উ. কোরিয়া’


তোংহাই উতক্ষেপণ কেন্দ্র
উত্তর কোরিয়ার উত্তরাঞ্চলীয় উপকূলে একটি ক্ষেপণাস্ত্র উতক্ষেপণ কেন্দ্রের কাজ আবার শুরু করেছে পিয়ংইয়ং। এ দাবি করেছে আমেরিকার একটি সংস্থা।

কয়েক মাস বন্ধ এ কেন্দ্রের কাজ বন্ধ ছিল। দেশটির পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করার আওতায় এ কাজ শুরু করা হয়েছে। ২০১৩ সালের শুরু থেকে এ কেন্দ্রের নির্মাণ ততপরতা বন্ধ রাখা হয়েছিল।

৩৮ নর্থ ওয়েব সাইটে দেয়া তথ্যে এ কথা জানিয়েছে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের আমেরিকা-কোরিয়া ইন্সটিটিউট। এতে বলা হয়েছে,১৬ সেপ্টেম্বর ও ১৮ নভেম্বর উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা গেছে- উত্তর কোরিয়ার তোংহাই উতক্ষেপণ কেন্দ্রে নতুন স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছে। পরবর্তী প্রজন্মের বড় ও বেশি ক্ষমতাসম্পন্ন রকেট পরীক্ষার উপযোগী করে এ কেন্দ্র নির্মিত হচ্ছে বলে মনে করা হচ্ছে।

নতুন করে এ কেন্দ্র নির্মাণের কাজ শুরু হওয়ার ফলে মনে হচ্ছে,পশ্চিম উপকূলের সোহাই স্থাপনাসহ ক্ষেপণাস্ত্র উতক্ষেপনের দু’টি কেন্দ্র চালু রাখতে বদ্ধপরিকর উত্তর কোরিয়া। অবশ্য দু’টি কেন্দ্রের কোনোটিতেই খুব শিগগিরই রকেট পরীক্ষা চালানো হবে বলে কোনো আলামত পাওয়া যায়নি বলে ৩৮ নর্থ ওয়েব সাইটে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন