মামলার ভয়ে পাকিস্তান ছাড়ছেন সিআইএ’র স্টেশন চিফ

মামলার ভয়ে পাকিস্তান ছাড়ছেন সিআইএ’র স্টেশন চিফ


মামলা এড়াতে পাকিস্তান থেকে আমেরিকায় ফিরে যাচ্ছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ’র স্টেশন চিফ। তবে এ কর্মকর্তার নাম জানা যায়নি।

পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের প্রধান ইমরান খান সম্প্রতি ইসলামাবাদে নিযুক্ত মার্কিন এ কর্মকর্তা এবং সিআইএ’র প্রধান জন ব্রেনানকে পাকিস্তানের বেসামরিক নাগরিক হত্যার জন্য অভিযুক্ত করতে খায়বার-পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলা পুলিশকে চিঠি দিয়েছেন। তাদেরকে সন্ত্রাসী ড্রোন হামলার জন্য অভিযুক্ত করার অনুরোধ করা হয়েছে।

আজ (বুধবার) এ চিঠি প্রকাশ করেছেন দলের তথ্য সম্পাদক শিরিন মাজারি। এরপরই পাকিস্তানে নিযুক্ত সিআইএ’র ওই কর্মকর্তাকে দেশে ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছে আমেরিকা।

চিঠিতে বলা হয়েছে- পাকিস্তানে বেসামরিক নাগরিক হত্যার জন্য ইসলামাবাদে নিযুক্ত সিআইএ’র স্টেশন চিফ এবং জন ব্রেনান দায়ী।

ইসলামাবাদে নিযুক্ত সিআইএ’র স্টেশন চিফ দেশটিতে পাইলটবিহীন বিমান বা ড্রোন হামলা পরিচালনা করে থাকেন। পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে এসব ড্রোন হামলা চালানো হয়। তালেবান ও আল-কায়েদা গেরিলাদের লক্ষ্য করে এসব হামলা চলছে বলে দাবি করে আসছে আমেরিকা। তবে, পরিসংখ্যানে দেখা গেছে- ড্রোন হামলায় বেশিরভাগই বেসামরিক লোকজন নিহত হচ্ছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন