‘প্রেসিডেন্ট বাশার আসাদ ক্ষমতা ত্যাগ করবেন না’
‘প্রেসিডেন্ট বাশার আসাদ ক্ষমতা ত্যাগ করবেন না’
প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার যে কোনো পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে দামেস্ক।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সন্ধ্যায় এক ঘোষণায় বলেছেন, “উপনিবেশবাদী যুগ চিরতরে শেষ হয়ে গেছে। সরকারের পরিবর্তন ও পতন ঘটানোর মতো সময় চলে গেছে।” সিরিয়া বিষয়ক জেনেভা সম্মেলনের আগে কোনো কোনো পশ্চিমা দেশ ও তাদের আরব মিত্ররা বলে বেড়াচ্ছিল, সিরিয়ার চলমান সংকট নিরসনের প্রক্রিয়ায় বাশার আসাদের কোনো স্থান হবে না। দামেস্ক দৃশ্যত ওইসব বক্তব্যের প্রতিক্রিয়া জানাল।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, “তাদেরকে আগে ঘুম থেকে জেগে উঠতে হবে। তারা যদি দিবাস্বপ্নের মধ্যে থাকতেই পছন্দ করেন তাহলে জেনেভা-দুই সম্মেলনে তাদের আসার কোনো প্রয়োজন নেই। দামেস্ক সেখানে আত্মসমর্পন করতে যাচ্ছে না।” সিরিয়া সংকট নিরসনের লক্ষ্যে জেনেভা-দুই সম্মেলনের যে তারিখ ঘোষণা করা হয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে স্বাগত জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন গত সোমবার ঘোষণা করেন, বহু প্রতীক্ষিত জেনেভা-দুই সম্মেলন ২০১৪ সালের ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “কারো কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য জেনেভায় যাচ্ছে না দামেস্কের প্রতিনিধিদল। সিরিয়ার জনগণের স্বার্থ রক্ষা এবং একটি ইতিবাচক রাজনৈতিক ফল বের করে আনার প্রচেষ্টাকারীদের সমর্থন জানাতে যাচ্ছি আমরা।”
২০১২ সালের জুন মাসে সিরিয়া বিষয়ক জেনেভা-এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর চলতি বছরের ৭ মে এ সংক্রান্ত পরবর্তী সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল রাশিয়া ও আমেরিকা। কিন্তু অজ্ঞাত কারণে তা কয়েকবার পিছিয়ে শেষ পর্যন্ত জানুয়ারিতে করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। সিরিয়ায় ২০১১ সালের মার্চ মাস থেকে পশ্চিমা মদদে সহিংসতা চলছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন