রুহানি-আসাদ ফোনালাপ: ‘সিরিয়ায় সামরিক সমাধান নেই’
রুহানি-আসাদ ফোনালাপ: ‘সিরিয়ায় সামরিক সমাধান নেই’
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, সামরিক উপায়ে সিরিয়া সংকটের কোনো সমাধান হবে না। বুধবার রাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে এক টেলিফোন সংলাপে ড. রুহানি তার দেশের এ অবস্থান পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সিরিয়াকে চলমান সংকট থেকে বের করে আনতে রাজনৈতিক ও মানবিক সহযোগিতা করার আশ্বাস দেন।
টেলিফোনালাপে প্রেসিডেন্ট রুহানি বলেন, “বন্ধুপ্রতীম দেশ সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা ইসলামি প্রজাতন্ত্র ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু তাই বলে সামরিক উপায়ে এ সংকটের কোনো সমাধান সম্ভব নয়।”
আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা-ওপিসিডব্লিউ-এর তত্ত্বাবধানে সিরিয়ার সব রাসায়নিক অস্ত্র ধ্বংসের প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতার জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রশংসা করেন ড. রুহানি।
ড. রুহানি সতর্ক করে দিয়ে বলেন, সিরিয়ায় ততপর বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা ও উগ্রবাদী তাকফিরি গোষ্ঠী শুধু সিরিয়ার জন্য নয় বরং গোটা মধ্যপ্রাচ্যের জন্যই হুমকি। এ সময় প্রচণ্ড শীত ও নিরাপত্তাহীনতায় সিরিয়ার শরণার্থী শিবিরের আশ্রিতদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রেসিডেন্ট রুহানি।
তিনি আবারো ইরানের পক্ষ থেকে সিরিয়াকে সব ধরনের রাজনৈতিক, কূটনৈতিক এবং মানবিক ও ত্রাণ সহায়তা দেয়ার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন