চীনের শনাক্তকরণ অঞ্চলে আমেরিকার পর এবার জাপানি বিমান

চীনের শনাক্তকরণ অঞ্চলে আমেরিকার পর এবার জাপানি বিমান


একটি জাপানি জঙ্গীবিমান
আমেরিকার পর এবার জাপানের সামরিক ও আধা-সামরিক বাহিনীর কয়েকটি বিমান চীনের সদ্য ঘোষিত বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকা’ বা এডিআইজেড অঞ্চলে দিয়ে বিনা বাধায় উড়ে গেছে। (মঙ্গলবার) এ সব জাপানি বিমানের উড্ডয়ন প্রতিহত করার জন্য কোনো চীনা বিমানকে এগিয়ে আসতে দেখা যায়নি। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে জাপানি দৈনিক আসাহি শিম্বুন।

গত শনিবার পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জের আকাশসীমায় ‘বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকা’ বা এডিআইজেড প্রতিষ্ঠার ঘোষণা দেয় চীন সরকার। জাপান নিয়ন্ত্রিত এ বিতর্কিত দ্বীপপুঞ্জ টোকিওতে সেনকাকু বা চীনে দিয়াওয়ু হিসেবে পরিচিত।

এই দ্বীপপুঞ্জের আকাশসীমা দিয়ে জাপানের বিমানবাহিনীর বিমানগুলো বিনা বাধায় উড়ে গেছে বলে আশাই শিম্বুন জানিয়েছে। অবশ্য জাপানি প্রতিরক্ষা দফতর আনুষ্ঠানিকভাবে দৈনিকটির এ খবর নিশ্চিত করেনি।

এদিকে জাপানের সুসজ্জিত উপকুলরক্ষী বাহিনী জানিয়েছে, তাদের বিমানও চীনের ঘোষিত অঞ্চলের আকাশ দিয়ে উড়ে গেছে। জাপানি উপকুলরক্ষী বাহিনীর মুখপাত্র ইয়াসুতাকা নোনাকা বলেছেন, চীনের ঘোষিত এডিআইজেড অঞ্চল দিয়ে জাপানি উপকুলরক্ষীরা স্বাভাবিক টহল বজায় রেখেছে এবং এ উড্ডয়নের পরিকল্পনা চীনকে জানানো হয়নি। এ সত্ত্বেও তাদেরকে চীনা জঙ্গি বিমানকে মোকাবেলা করতে হয়নি বলে জানান তিনি।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন