ভারতে পরমাণু বিদ্যুতকেন্দ্রের কাছে বোমা বিস্ফোরণ: নিহত ৬ ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর কুদানকুলাম পরমাণু বিদ্যুতকেন্দ্রের কাছে বোমা বিস্ফোরণে অন্তত ছয় জন নিহত হয়েছে। গতরাতে ঘরে তৈরি বোমাটির বিস্ফোরণ ঘটে এবং নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। কু
ভারতে পরমাণু বিদ্যুতকেন্দ্রের কাছে বোমা বিস্ফোরণ: নিহত ৬
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর কুদানকুলাম পরমাণু বিদ্যুতকেন্দ্রের কাছে বোমা বিস্ফোরণে অন্তত ছয় জন নিহত হয়েছে। গতরাতে ঘরে তৈরি বোমাটির বিস্ফোরণ ঘটে এবং নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।
কুদানকুলাম পরমাণু প্রকল্পের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার সঙ্গে যে গ্রাম জড়িত ছিল বোমাটি সেখানে বিস্ফোরিত হয়েছে।
বিস্ফোরণের পর পরমাণু প্রকল্প-বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত কর্মী উধ্যায়কুমারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ বলছে, বিস্ফোরণে নিহতরা আইডিনথাকারাই গ্রামে জমায়েতের সময় ঘটনাক্রমে বোমাটি বিস্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে দু’টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।
গত দু’বছর ধরে এ গ্রামে পরমাণু প্রকল্প-বিরোধী প্রচণ্ড বিক্ষোভ প্রতিবাদ চলছে। কুদানকুলাম পরমাণু বিদ্যুতকেন্দ্রটি ভারত সরকারের অন্যতম শীর্ষস্থানীয় পারমাণবিক প্রকল্প। ২০৩২ সাল নাগাদ ভারত সরকার ৬৩,০০০ মেগাওয়াট পরমাণু বিদ্যুত উতপাদনের যে পরিকল্পনা হাতে নিয়েছে তার অংশ হিসেবে এ স্থাপনাটি নির্মাণ করা হয়েছে। তবে কুদানকুলাম পরমাণু প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় অধিবাসীরা ক্ষতির মুখে পড়বে বলে এর বিরোধিতা করছে তারা। বিশেষ করে জাপানে সুনামি বিপর্যয়ে ফুকুশিমা পরমাণু প্রকল্প থেকে পারমাণবিক তেজস্ক্রিয়তা নিঃসরণের পর স্থানীয়দের সে আশঙ্কা আরো বেড়ে গেছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন