পর্যবেক্ষণে ছিল মার্কিন বোমারু বিমান: চীন
পর্যবেক্ষণে ছিল মার্কিন বোমারু বিমান: চীন
মার্কিন বোমারু বিমান বি-৫২
চীন বলেছে, বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকা বা এডিআইজেড অঞ্চলে দু’টি নিরস্ত্র ও দূরপাল্লার মার্কিন বোমারু বিমান প্রবেশের ঘটনা পর্যবেক্ষণ করা হয়েছে। গতকাল বিমান দু’টি বিতর্কিত সেনকাকু বা দিয়াওয়ু দ্বীপপুঞ্জের ওপর দিয়ে ওড়াউড়ি করে এবং এজন্য চীনের কোনো অনুমতি নেয়া হয়নি বলে পেন্টাগন জানিয়েছে।
এ বিষয়ে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকায় কার্যকরী বিমান চলাচল নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে। মার্কিন বি-৫২ বোমারু বিমান দু’টিকে শনাক্ত করা হয় এবং তারা ২ ঘণ্টা ২২ মিনিট ধরে ওই এলাকার ওপর দিয়ে উড়ে বেড়ায় সে রেকর্ডও তাদের হাতে রয়েছে।
গত শনিবার চীন সরকার ঘোষণা দেয় যে, তারা পূর্ব চীন সাগরের আকাশসীমায় ‘বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকা’ বা এডিআইজেড প্রতিষ্ঠা করেছে। এডিআইজেড প্রতিষ্ঠার ফলে পূর্ব চীন সাগরের ওপর দিয়ে চলাচলের সময় সব বিমানই চীনা আইন মানতে বাধ্য। অন্যথায় চীন যেকোনো বিমানকে নামিয়ে তল্লাশি করতে পারবে। কিন্তু চীনের এ ঘোষণার পর আমেরিকা ঘোষণা করে- তারা চীনের এ আইন মানবে না। তার একদিন পরই ওই অঞ্চলের ওপর দিয়ে পেন্টাগন বি-৫২ বোমারু বিমান ওড়ায়।
এদিকে, বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকা কার্যকর করার জন্য গতকাল চীন তার একমাত্র বিমানবাহী জাহাজ লিয়াওনিংকে দক্ষিণ চীন সাগরে পাঠানো হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন