ইরান ইস্যুতে মার্কিন-ইসরাইল সম্পর্ক ভেঙে যাওয়ার পর্যায়ে
ইরান ইস্যুতে মার্কিন-ইসরাইল সম্পর্ক ভেঙে যাওয়ার পর্যায়ে
ইরান ইস্যুতে ইসরাইলের বর্বর ও অসভ্য নীতির কারণে আমেরিকার সঙ্গে তেল আবিবের সম্পর্ক ভেঙে যাওয়ার পর্যায়ে পৌঁছেছে। মার্কিন ম্যাগাজিন ভেটারন্স টুডে’র ব্যবস্থাপনা পরিচালক ও কলামিস্ট জিম ডাব্লিউ ডিন এ তথ্য দিয়েছেন।
তিনি বলেন, “সত্যিই আমরা ইসরাইল ও আমেরিকার সম্পর্ক এখন খাদের মাঝে দেখতে পাচ্ছি এবং ইসরাইলের মুখোশ উন্মোচনের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।”
জিম ডিন বলেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তির পর একমাত্র ইসরাইল ছাড়া কোনো দেশ বলেনি যে, এটি খারাপ কিছু হলো এবং নিষেধাজ্ঞা তুলে নেয়া ক্ষতিকর হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বক্তব্যও তুলে ধরেন ডিন।
ইরানের সঙ্গে গত ২৪ নভেম্বর জেনেভায় চুক্তি হওয়ার পর কেরি বলেছেন, “আমরা ভিন্ন ধরনের কিছু করছি।”
চুক্তি সইয়ের পর থেকেই ইসরাইল তার বিরোধিতা করছে। ইরানের হাতে কোনো ধরনের পরমাণু অধিকার থাকা উচিত নয় বলে গো ধরেছে ইসরাইল।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন