ইরান ও ৬ জাতিগোষ্ঠী চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে: আরাকচি
ইরান ও ৬ জাতিগোষ্ঠী চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে: আরাকচি
ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী এবং পরমাণু আলোচক দলের সিনিয়র সদস্য আব্বাস আরাকচি জানিয়েছেন, জেনেভায় তেহরান ছয় জাতিগোষ্ঠী চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে।
গতকাল (শুক্রবার) আলোচনার তৃতীয় দিনে তিনি বলেন, “বেশ সুন্দর একটা পরিবেশের মধ্যদিয়ে আমরা চুক্তির দিকে এগিয়ে চলেছি।” তিনি জানান, চুক্তির কাছাকাছি পৌঁছানো সত্ত্বেও বেশ কয়েকটি প্রধান ইস্যু নিয়ে এখনো কিছু মতপার্থক্য রয়ে গেছে।
ইরানের প্রেস টিভি গতকালই খবর দিয়েছে- পশ্চিমারা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার মেনে নিয়েছে। এ খবরের দিক দৃষ্টি আকর্ষণ করলে আরাকচি বলেন, “আমি এ খবর স্বীকার করছি না আবার প্রত্যাখ্যানও করছি না।”
এর আগে, আলোচনার মাঝেই আব্বাস আরাকচি বলেছিলেন, ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আলোচনা করবে না এবং এ অধিকার ছাড়ার প্রশ্নই ওঠে না।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন