জেনেভা আলোচনা চূড়ান্ত পর্যায়ে; যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রীরা
জেনেভা আলোচনা চূড়ান্ত পর্যায়ে; যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রীরা
সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোং লি। আজ (শনিবার) সকালে তিনি এ কথা বলেন।
হোং লি জানান, জেনেভা আলোচনায় যোগ দিতে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি এরইমধ্যে জেনেভার পথে রওয়ানা হয়ে গেছেন। আশা করা হচ্ছে- এবারের বৈঠকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তি সই হবে এবং দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, জেনেভায় দু’পক্ষের মধ্যে চুক্তির সম্ভাবনা জোরদার হওয়ায় আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীও এ বৈঠকে যোগ দেবেন বলে খবর বেরিয়েছে। এরইমধ্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জেনেভা পৌঁছেছেন। গতকাল তিনি জেনেভা পৌঁছেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশ্টোনের সঙ্গে বৈঠক করেছেন।
গত বুধবার এবারের জেনেভা আলোচনা শুরু হয়েছে এবং নির্ধারিত তৃতীয় দিন পেরিয়ে আজ আলোচনা চতুর্থ দিনে পড়ছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন