তুরস্কে নিখোঁজ হলেন সিরিয়ার বিদ্রোহী কমান্ডার; নানা জল্পনা
তুরস্কে নিখোঁজ হলেন সিরিয়ার বিদ্রোহী কমান্ডার; নানা জল্পনা
সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী ‘ফ্রি সিরিয়ান আর্মি’-এফএসএ’র প্রভাবশালী কমান্ডার কর্নেল রিয়াদ আল-আসাদ তুরস্কে যাওয়ার পর নিখোঁজ হয়েছেন। সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, ১০ দিন ধরে তাকে পাওয়া যাচ্ছে না। তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে সামাজিক যোগাযোগের ওয়েব সাইটগুলো জানিয়েছে।
এফএসএ কমান্ডার সালিম ইদ্রিস ও লেবাননের আইনজীবী ওকাব সাদরের আমন্ত্রণে এক বৈঠকে অংশ নিতে তিনি তুরস্কে গিয়েছিলেন। তার নিখোঁজ হওয়ার সঙ্গে খোদ তুর্কি সরকার ও সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো জড়িত বলে অভিযোগ উঠেছে।
২০১১ সালের জুলাইয়ে সিরিয়ার বিমানবাহিনীর সাবেক প্রকৌশলী রিয়াদ আল-আসাদ সরকারপক্ষ ত্যাগ করে পাশ্চাত্যপন্থী বিদ্রোহীদের সঙ্গে যোগ দেন।
জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী সিরিয়ায় এক লাখের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া নিজেদের বসতভিটা ছেড়ে যেতে বাধ্য হয়েছে ৭৮ লাখ মানুষ। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মদদ দিচ্ছে পাশ্চাত্যসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। সাম্রাজ্যবাদবিরোধী প্রেসিডেন্ট বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করাই তাদের প্রধান উদ্দেশ্য।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন