পরমাণু আলোচনা নস্যাত করতে চায় ইসরাইল: জাওয়াদ জারিফ
পরমাণু আলোচনা নস্যাত করতে চায় ইসরাইল: জাওয়াদ জারিফ
মোহাম্মদ জাওয়াদ জারিফ
ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সম্ভাব্য পরমাণু চুক্তি নস্যাতের জন্য ইহুদিবাদী ইসরাইল যে সর্বাত্মক ততপরতা চালাচ্ছে তার কঠোর সমালোচনা করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ।
রোমে ইতালির পররাষ্ট্রমন্ত্রী এমা বোনিনোর সঙ্গে বৈঠকের পর এক বিবৃতি একথা বলেছেন জারিফ। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে যেসব কথাবর্তা বলা হচ্ছে তাতে আভাস পাওয়া যায়, ইরানের পরমাণু সংকটের সমাধান হোক তা চায় না তেলআবিব; উল্টো সমস্যা জিইয়ে রেখে নিজের অশুভ লক্ষ্য হাসিল করতে চায় অবৈধ রাষ্ট্রটি।
ইহুদিবাদী ইসরাইল পরমাণু আলোচনা ভেঙে দিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে চায় বলে অভিযোগ করেন জারিফ। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের প্রতিটি পদক্ষেপের বিষয়ে সন্দিহান হওয়ার অধিকার ইরানের আছে। উত্তেজনা এবং অনাস্থা সৃষ্টির লক্ষ্যেই যেন ইসরাইলের জন্ম হয়েছে।
আজ (বুধবার) থেকে জেনেভায় আবার ছয় জাতিগোষ্ঠীার সঙ্গে বৈঠকে বসছে ইরান। এ বৈঠকে যোগ দেয়ার জন্য জেনেভা যাওয়ার পথে মঙ্গলবার ইতালিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন। সেখানে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ইসরাইলের ষড়যন্ত্র সম্পর্কে এসব কথা বলেন। আজ থেকে শুরু হতে যাওয়া বৈঠকে দু'পক্ষ একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন