ইসরাইলি লবিং উপেক্ষা করুন: সিনেটরদের প্রতি ওবামা

ইসরাইলি লবিং উপেক্ষা করুন: সিনেটরদের প্রতি ওবামা


ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু ইস্যুতে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লবিং-গ্রুপিং উপেক্ষা করতে মার্কিন সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

ইরানের পরমাণু ইস্যুতে আজ (বুধবার) আবার যখন জেনেভায় ছয় জাতিগোষ্ঠীর মধ্যে আলোচনা শুরু হচ্ছে ঠিক তার আগ মুহূর্তে ওবামা এ আহ্বান জানালেন। একইসঙ্গে তিনি ইরানের ওপর এখনই নতুন করে নিষেধাজ্ঞা আরোপ না করার কথাও বলেছেন।

প্রেসিডেন্ট ওবামা গতকাল হোয়াইট হাউজে সিনিয়র সিনেটরদেরকে এ ইস্যুতে ব্রিফ করার সময় আরো বলেন, ইরানের সঙ্গে সৃষ্ট সমস্যা কূটনৈতিক উপায়ে সমাধানের ক্ষেত্রে আরো সময় দেয়া উচিত।

ব্রিফ শেষে রিপাবলিকান দলের সিনিয়র সিনেটর এবং মার্কিন ফরেন রিলেশন্স ও ব্যাংকিং কমিটির সদস্য বব কোরকার সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট ওবামা ইরানের সঙ্গে হয়তো একটি প্রাথমিক চুক্তিতে যাবেন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন