লিবিয়া: গোয়েন্দা উপপ্রধান মুক্ত; ত্রিপোলিতে সেনা মোতায়েন

লিবিয়ার অপহৃত গোয়েন্দা উপপ্রধান মুস্তাফা নুহ মুক্তি পেয়েছেন। লিবিয়ার গোয়েন্দা সূত্র এ খবর নিশ্চিত করেছে। (রোববার) রাজধানী ত্রিপোলির বিমাবন্দরের কাছ থেকে তাকে গেরিলারা অপহরণ করেছিল।

 গোয়েন্দা উপপ্রধান মুক্ত; ত্রিপোলিতে সেনা মোতায়েন

লিবিয়ার অপহৃত গোয়েন্দা উপপ্রধান মুস্তাফা নুহ মুক্তি পেয়েছেন। লিবিয়ার গোয়েন্দা সূত্র এ খবর নিশ্চিত করেছে। (রোববার) রাজধানী ত্রিপোলির বিমাবন্দরের কাছ থেকে তাকে গেরিলারা অপহরণ করেছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি বলেছে, মুস্তাফা মুক্তি পেয়েছেন তবে এ বিষয়ে ওই সূত্র বিস্তারিত কিছু বলেনি।

এদিকে, গত কয়েকদিনের সংঘর্ষের পর রাজধানী ত্রিপোলিতে সেনা মোতায়েন করা হয়েছে। গেরিলা-বিরোধী বিক্ষোভের ফলে সৃষ্ট উত্তেজনার পর এ ব্যবস্থা নেয়া হয়েছে। রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ত্রিপোলির বিভিন্ন এলাকা থেকে সেনা শহরে আসছে। কয়েকদিনের সংঘর্ষে ৪০ জনের বেশি নিহত হয়েছে।
 

 

নতুন কমেন্ট যুক্ত করুন