বাড়তি দাবি পরমাণু আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে: ড. রুহানি
বাড়তি দাবি পরমাণু আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে: ড. রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি সতর্ক করে বলেছেন, বিশ্বের কয়েকটি শক্তিধর দেশের বাড়তি দাবি আসন্ন পরমাণু আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে।
তিনি বলেন, “জেনেভার সর্বশেষ আলোচনায় ভালো অগ্রগতি হয়েছিল কিন্তু এখন যেসব বাড়তি দাবি করা হচ্ছে তাতে সংলাপ জটিল হবে এবং একটি উইন-উইন চুক্তি অসম্ভব হয়ে উঠতে পারে।”
গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক টেলিফোন সংলাপে এ কথা বলেছেন ড. হাসান রুহানি।
তিনি আরো বলেন, “আমাদের অবস্থান থেকে আমরা চাই না পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সম্ভাব্য চুক্তিকে আলোচনার কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত করুক।”
গতকালেল টেলিফোন সংলাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইরানের পরমাণু ইস্যুর সমাধানে সত্যিকারের সুযোগ এসেছে। পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন