ইরানের সঙ্গে চুক্তি হলে ঝুঁকিতে পড়বে না ইসরাইল: কেরি
ইরানের সঙ্গে চুক্তি হলে ঝুঁকিতে পড়বে না ইসরাইল: কেরি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, আসন্ন জেনেভা বৈঠকে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে চুক্তি হলে ইহুদিবাদী ইসরাইল কোনো ঝুঁকির মুখে পড়বে না।
তিনি বলেন, “আমার বিচারে আমরা এখানে এমন কিছু করছি না যে, তাতে ইসরাইল বাড়তি ঝুঁকির মুখে পড়বে বরং প্রকৃতপক্ষে আমরা মনে করি এ ধরনের চুক্তি ঝুঁকি কমাবে।”
রাজধানী ওয়াশিংটনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাউদওগ্লুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে জন কেরি এসব কথা বলেছেন।
তিনি বলেন, “আমরা বিশ্বাস করি সম্ভাব্য চুক্তি আমাদেরকে সম্মিলিতভাবে একটি লক্ষ্য অর্জনে সহায়তা করবে।” অবশ্য, এ সময় তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্বেগের প্রতি তার সম্মানের কথাও তুলে ধরেন।
কেরি বলেন, নেতানিয়াহ তার উদ্বেগের কথা প্রকাশ করতেই পারেন এবং তার নিজের স্বার্থে যা কিছু বলার তা খোলামেলাভাবে বলতেই পারেন।
সংবাদ সম্মেলনে কেরি বলেন, ওয়াশিংটন ভালো আস্থা নিয়েই আলোচনায় যোগ দেবে যাতে একটি চুক্তিতে পৌঁছানো যায়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন