প্রত্যাশার চেয়ে দ্রুত এগিয়ে আসছে ইরান: ল্যাভরভ
প্রত্যাশার চেয়ে দ্রুত এগিয়ে আসছে ইরান: ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পরমাণু ইস্যুতে প্রত্যাশার চেয়েও দ্রুতগতিতে শান্তি ও সমঝোতার দিকে এগিয়ে আসছে ইরান। এ জন্য তিনি ইরানের প্রস্তুতির প্রশংসা করেছেন।
ল্যাভরভ জানান, সোমবারের বৈঠকে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে বলেছেন- ইরানের পরমাণু সংকট নিরসনের ক্ষেত্রে বিশ্বের সামনে যে সুযোগ এসেছে তা হাতছাড়া করা ঠিক হবে না।
তিনি বলেন, বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগ দূর করার ক্ষেত্রে ইরান যেসব পদক্ষেপ নিয়েছে তা অবশ্যই বিবেচনারযোগ্য এবং প্রত্যাশার চেয়ে অনেক বেশি।
এর আগে, গতকাল ইরান ও রাশিয়ার প্রেসিডেন্ট এক টেলিফোন সংলাপে একমত হয়েছেন যে, ইরানের পরমাণু সংকট নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের ক্ষেত্রে বিশ্বের সামনে এখন সুযোগ এসেছে। তার আগে গত শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে এখন অবশ্যই একটি চুক্তি সই হওয়া সম্ভব।
গত ৭, ৮ ও ৯ নভেম্বর দু’পক্ষ জেনেভায় ম্যারাথন বৈঠক করে তবে শেষ পর্যন্ত পরমাণু চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। আগামীকাল (বুধবার) জেনেভায় আবার বৈঠকে বসছে এবং আশা করা হচ্ছে এবার ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে একটি চুক্তি হবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন