কৌশলগত নতুন ড্রোন উদ্বোধন করবে ইরান
কৌশলগত নতুন ড্রোন উদ্বোধন করবে ইরান
(ইরানের ইয়াসির ড্রোন (ফাইল ফটো
ইসলামি প্রজাতন্ত্র ইরান নতুন ধরনের কৌশলগত পাইলটবিহীন ড্রোন উদ্বোধন করবে।
ফোটরোস নামের এ ড্রোন আগামীকাল (সোমবার) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান।
বলা হচ্ছে- ফোটরোস হলো কৌশলগত ড্রোনের মধ্যে সবচেয়ে বড় এবং এর বিশেষ কিছু সক্ষমতা রয়েছে।
এর আগে, গত ২৮ সেপ্টেম্বর ইরান দেশে তৈরি একটি কম্ব্যাট ড্রোন উদ্বোধন করে। এ ড্রোনের নাম দেয়া হয়েছে ইয়াসির এবং এটি ১৫,০০০ ফুট উপর দিয়ে উড়তে পারে।
২০১০ সালের ২৩ আগস্ট ইরান প্রথমবারের মতো কারার বা ‘আঘাত’ নামে একটি দেশে তৈরি ড্রোন উদ্বোধন করে। এ ড্রোন একাটানা ১,০০০ কিলোমিটারপথ পাড়ি দিতে পারে এবং দু’টি ১১৫ কেজি ওজনের বোমা বহন করতে পারে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন