পরমাণু চুক্তির বিষয়ে ইরানকে ৪ শর্ত দিলো ফ্রান্স

পরমাণু চুক্তির বিষয়ে ইরানকে ৪ শর্ত দিলো ফ্রান্স


ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আসন্ন পরমাণু আলোচনায় একটি চুক্তিতে পৌঁছাতে হলে ইরানকে চারটি শর্ত পূরণ করতে হবে। এ আলোচনা আগামী ২০ নভেম্বর জেনেভায় শুরু হওয়ার কথা রয়েছে।

অধিকৃত ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস শহরে (ইসরইলের জেরুজালেমে) ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ এ কথা বলেছেন ওলাঁদ।

তিনি বলেন, প্রথম শর্ত হলো, ইরানের সব পরমাণু স্থাপনাকে এই মুহূর্ত থেকে আন্তর্জাতিক নজরদারির আওতায় আনতে হবে। দ্বিতীয়ত, ২০ শতাংশ হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। তৃতীয়ত, এরইমধ্যে ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের যে মজুদ গড়ে তুলেছে তা কমাতে হবে এবং শেষ শর্ত হচ্ছে, আরাকের ভারি পানির পরমাণু স্থাপনার নির্মাণকাজ বন্ধ করতে হবে। ওলাঁদ আরো বলেন, ইরানের সঙ্গে যে কোনো চুক্তি উপনীত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে হলে এ সব শর্ত মানতে হবে।

গতমাসে জেনেভায় অনুষ্ঠিত বৈঠকে ইরান ও ছয় জাতিগোষ্ঠী নিজেদের মধ্যে বিরাজমান মতপার্থক্য কমাতে সক্ষম হলেও কোনো সমঝোতা চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। মূলত ফ্রান্সের কারণেই ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর ওই আলোচনা ব্যর্থ হয়। বিশ্লেষকরা বলছেন, ফ্রান্স দৃশ্যত যে বিরোধিতা করেছে সেটি আসলে তার নিজের বিরোধিতা ছিল না বরং এখানে ইহুদিবাদী ইসরাইলই মূল ভূমিকা পালন করেছে। আর ফরাসি প্রেসিডেন্ট ইসরাইল সফরে গিয়ে ইরানকে শর্ত নির্ধারণ করে দেয়ায় তাদের সে ধারণা সত্য প্রমাণিত হয়েছে। ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু চাননি ওলাঁদ প্যারিসে ফিরে গিয়ে ঘোষণাটি দিক। কারণ, সেক্ষেত্রে ফরাসি প্রেসিডেন্টের ইরান বিরোধী অবস্থান নমনীয় হয়ে যেতে পারে। এ কারণে, নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে এ ঘোষণা দিতে বাধ্য হয়েছেন ইসরাইলের তাবেদার শাসক ওলাঁদ।

জার্মানি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন ও আমেরিকাকে নিয়ে ছয় জাতিগোষ্ঠী গঠিত।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন