সিরিয়া রাসায়নিক অস্ত্র ধ্বংস নিয়ে হেগে বৈঠক শুরু

সিরিয়া রাসায়নিক অস্ত্র ধ্বংস নিয়ে হেগে বৈঠক শুরু


ওপিসিডিাব্লিউ সদর দপ্তর
সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের উপায় নিয়ে হেগ শহরে আলোচনা শুরু হয়েছে। রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বা ওপিসিডাব্লিউ’র উদ্যোগে আজ (শুক্রবার) এ বৈঠক শুরু হয়েছে।

হেগের এ বৈঠকে সিরিয়ার সরকারি একটি প্রতিনিধদলও উপস্থিত রয়েছে। আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে এসব অস্ত্র ধ্বংসের কথা।

ধারণা করা হচ্ছে- ওপিসিডাব্লিউ’র এ বৈঠক থেকে সর্বসম্মতিক্রমে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের বিষয়ে একটি রোডম্যাপ অনুমোদন করা হবে। আজকের দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা।

এদিকে, ওপিসিডাব্লিউ এবং জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল এসব রাসায়নিক অস্ত্র ধ্বংসের বিষয়ে জাতিসংঘ প্রস্তাব বাস্তবায়নের জন্য সরেজমিনে কাজ করছে।

গত ৩১ অক্টোবর ওপিসিডাব্লিউ বলেছে, সিরিয়ার সব রাসায়নিক অস্ত্রের স্থাপনা ধ্বংস করতে সক্ষম হয়েছে। নির্ধারিত সময় শেষ হওয়ার একদিন আগে বিশেষজ্ঞ দল এ ঘোষণা দেয়।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন