সিরিয় বাহিনীর আরো বিজয়; বহু বিদ্রোহী নিহত

সিরিয় বাহিনীর আরো বিজয়; বহু বিদ্রোহী নিহত


সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারি সেনারা আরো বিজয় লাভ করেছে। এরইমধ্যে সেনাবাহিনী বিদ্রোহীদের দখল থেকে মুক্ত করেছে নতুন নতুন এলাকা।

এর মধ্যে রয়েছে রাজধানী দামেস্কের উত্তরে আল-কালামুন পর্বতের বিরাট অংশ। এছাড়া, গতকাল (বৃহস্পতিবার) পূর্বাঞ্চলীয় হোমস প্রদেশের জাবাল মাহিন আল-কাবির এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। একই দিন সরকারি সেনারা উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কামিশলির নিয়ন্ত্রণ নিয়েছে।

সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় আলেপ্পোর কাছে এবং লাত্তাকিয়া শহরে বড় ধরনের ক্ষয়-ক্ষতির মুখেও পড়েছে বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা। সেনাবাহিনীর হামলায় বহু বিদ্রোহী নিহত হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন