ইসরাইল ও আমেরিকার হুমকি নিতান্তই কৌতুক: ইরান
ইসরাইল ও আমেরিকার হুমকি নিতান্তই কৌতুক: ইরান
ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার হুমকিকে নিতান্তই কৌতুক বলে উড়িয়ে দিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান।
তিনি বলেছেন, এসব হুমকিকে গুরুত্বসহকারে নেয়ার কোনো প্রয়োজন নেই। রাজধানী তেহরানে সাংবাদিকদেরকে এ কথা বলেন জেনারেল দেহকান।
ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে আমেরিকা মাঝেমধ্যেই তেহরানকে সামরিক হামলার হুমকি দেয়। ওয়াশিংটন বহুদিন ধরে অভিযোগ করে আসছে- বেসামরিক কর্মসূচির আড়ালে ইরান পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে। এ জন্য ইরানের বিরুদ্ধে তাদের টেবিলে সব ধরনের ব্যবস্থা নেয়ার পথ খোলা রয়েছে।
আর ইহুদিবাদী ইসরাইল বলছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কেউ কোনো ব্যবস্থা না নিলে তারা একাই তেহরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেবে। ইরান এসব অভিযোগ অস্বীকার করছে তবে যেকোনো হামলা কঠিন জবাব দেয়ার কথা বলে রেখেছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন