ইরানের সঙ্গে অবশ্যই পরমাণু চুক্তি সম্ভব: আমেরিকা
ইরানের সঙ্গে অবশ্যই পরমাণু চুক্তি সম্ভব: আমেরিকা
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে অবশ্যই পরমাণু চুক্তি করা সম্ভব বলে মন্তব্য করেছেন আমেরিকার এক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা গতকাল (শুক্রবার) বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “আমি জানি না যে, চুক্তিতে পৌঁছাতে পারব কিনা তবে আমি মনে করি এটি করা সম্ভব। অবশ্য, এখনো বেশ কিছু শক্ত বিষয় নিয়ে আলোচনা বাকি রয়ে গেছে।”
মার্কিন এ কর্মকর্তা আরো বলেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে আন্তরিক আলোচনা হচ্ছে। এর মধ্যে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে তা বাধাগ্রস্ত হবে এবং আস্থার ঘাটতি বলে বিবেচিত হবে।
সম্ভাব্য চুক্তি যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ না করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন।
গত ৭ নভেম্বর জেনেভায় ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে দু’দিনব্যাপী আলোচনা শুরু হয়। পরে সে আলোচনা তৃতীয় দিনে গড়ায় এবং শেষ পর্যায়ে মনে করা হচ্ছিল দু’পক্ষের মধ্যে একটি চুক্তি হবে। পরে চুক্তি হয়নি তবে আগামী ২০ নভেম্বর নতুন বৈঠকের দিন ঠিক করা হয়েছে এবং দু’পক্ষই সম্ভাব্য চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন