ইরান ইস্যুতে ইসরাইলের সঙ্গেই থাকবে আমেরিকা: কেরি

ইরান ইস্যুতে ইসরাইলের সঙ্গেই থাকবে আমেরিকা: কেরি


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ইরান ইস্যুতে আমেরিকা মিত্রদেশ ইসরাইলের সঙ্গেই থাকবে। তিনি বলেন, ইসরাইলের প্রতি তার দেশের সমর্থন থাকবে ১০০ ভাগ; বিশেষ করে ইরানের পরমাণু ইস্যুতে আলোচনার সময় ইসরাইলের দিকটি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

মার্কিন টেলিভিশন চ্যানেল এমএসএনবিসি’র বৃহস্পতিবারের অনুষ্ঠান “মর্নিং জো”-তে এসব কথা বলেছেন কেরি। তার আগের দিন তিনি মার্কিন ব্যাংকিং সিনেট কমিটির সঙ্গে বৈঠক করেন। বিরোধী রিপাবলিকান সিনেট সদস্যরা একে ইসরাইল-বিরোধী বৈঠক বলে মন্তব্য করেছেন। এর মধ্যে ইলিনয়েস থেকে নির্বাচিত সিনেটর মার্ক কির্কও রয়েছেন।

কেরি বুধবারের বৈঠকে বলেছিলেন, পরমাণু ইস্যুতে চলমান সংলাপের সময় ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হলে তাতে অনাস্থা বাড়বে। ইহুদিবাদী ইসরাইলের অবস্থানের বিপরীতে গিয়ে কেরি এ কথা বলেছেন। ইরানের সঙ্গে শত্রুতা অব্যাহত রাখতে এবং যাতে পরমাণু ইস্যুতে কোনো চুক্তি না হয় সেজন্য ইসরাইল লবিং করে যাচ্ছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন