সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে সর্বোচ্চ নেতার হুঁশিয়ারি

সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে সর্বোচ্চ নেতার হুঁশিয়ারি


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
মুসলিম বিশ্বে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

ইরানের হজ বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে এক সাক্ষাত অনুষ্ঠানে তিনি বলেন, বলদর্পী শক্তিগুলো দীর্ঘদিন ধরে মুসলিম বিশ্বে শিয়া ও সুন্নির মধ্যে এ বিভাজন সৃষ্টির জন্য চক্রান্ত করে আসছে। এই ষড়যন্ত্র নস্যাতের ক্ষেত্রে হজের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

সর্বোচ্চ নেতা বলেন, শত্রুরা যদি এ সংঘাত প্রাতিষ্ঠানিকীকরণ করে দিতে পারে তাহলে তখন তা আর শুধু শিয়া-সুন্নির মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং একই সম্প্রদায়ের মধ্যেও সে সংঘাত অনিবার্য হয়ে উঠবে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, হজ হচ্ছে এমন একটি ইবাদাত যার মাধ্যমে মুসলমানদের অভিন্ন প্রয়োজন ও চাহিদার বিষয়ে বোঝাপড়া তৈরি হতে পারে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন