ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ত্যাগ করবো না: রুহানি

ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ত্যাগ করবো না: রুহানি

ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ত্যাগ করবো না: রুহানি


ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার সরকার দেশের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ত্যাগ করবে না। আজ (রোববার) ইরানের পার্লামেন্টে দেয়া এক ভাষণে তিনি বলেন, “পরমাণু অধিকার ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কিছু রেড লাইন রয়েছে তা অতিক্রম করা যাবে না।”

ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তিনদিন ধরে ব্যাপকভিত্তিক আলোচনা শেষ হওয়ার পর ড. রুহানি একথা বললেন। শনিবার মধ্যরাতের পর জেনেভায় ওই আলোচনা শেষ হয় এবং আগামী ২০ নভেম্বর দু’পক্ষ আবার বৈঠকে বসবে বলে ঠিক হয়েছে।

পার্লামেন্টে দেয়া ভাষণে ড. রহানি বলেন, “ইরানি জাতির অধিকার এবং আমাদের জাতীয় স্বার্থ রক্ষা একটি রেড লাইন। আন্তর্জাতিক আইনের আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করাসহ অন্যান্য শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনা এ রেড লাইনের অন্তর্ভূক্ত।”

শনিবার ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের আলোচনায় একটি সমঝোতায় পৌঁছার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু শেষ মুহূর্তে ফ্রান্সের বিরোধিতার কারণে দু’পক্ষ কোনো চুক্তি সই ছাড়াই আলোচনা শেষ করে।

ইরানের প্রেসিডেন্ট তার ভাষণে পাশ্চাত্যের সঙ্গে চলমান পরমাণু আলোচনায় সর্বোচ্চ নেতা এবং পার্লামেন্টের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “আমরা যদি এ আলোচনায় সফল হতে চাই তাহলে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এবং আইন প্রণেতাদের সমর্থন প্রয়োজন হবে।” ড. রুহানি বলেন, “ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনায় আমরা প্রতিপক্ষকে জানিয়ে দিয়েছি- হুমকি, নিষেধাজ্ঞা ও বৈষম্যমূলক আচরণ করে ইরানের কাছ থেকে কোনো কিছু আদায় করা যাবে না।”

ইরানের প্রেসিডেন্ট বলেন, পাশ্চাত্যকে এ বিষয়টি মনে রাখতে হবে আমরা নিষেধাজ্ঞা বা চাপের কারণে আলোচনায় বসিনি। ২০০১, ২০০২ ও ২০০৩ সালে পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইরানের ওপর কোনো নিষেধাজ্ঞা ছিল না। কিন্তু তখনও তেহরানে পাশ্চাত্যের সঙ্গে আলোচনা করেছে। চলমান আলোচনায় ইরানের লক্ষ্য তার পরমাণু কর্মসূচি সম্পর্কে পাশ্চাত্যের অনর্থক উদ্বেগ দূর করা। আলোচনায় সাফল্য চাইলে পাশ্চাত্যকেও ইরানের আস্থা অর্জন করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন