পারস্য উপসাগর থেকে ফিরে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ নিমিত্জ
পারস্য উপসাগর থেকে ফিরে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ নিমিত্জ
পারস্য উপসাগর থেকে দেশে ফিরিয়ে নেয়া হচ্ছে পরমাণু শক্তিচালিত মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস নিমিত্জকে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ এ নির্দেশ দিয়েছে।
পেন্টাগন জানিয়েছে, শুক্রবার জাহাজটি মিশরের সুয়েজখাল ও লোহিত সাগর পাড়ি দিয়েছে। ধারণা করা হচ্ছে- আগামী ক্রিস্টমাসের আগেই এটি আমেরিকার পশ্চিম উপকূলে পৌঁছাবে।
কথিত রাসায়নিক হামলার অভিযোগ তুলে আমেরিকা কিছুদিন আগে সিরিয়ায় সামরিক আগ্রাসন চালানোর যে পরিকল্পনা করেছিল তারই অংশ হিসেবে নিমিত্জকে পারস্য উপসাগরে মোতায়েন করা হয়। তবে, রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়া রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে রাজি হলে সে যুদ্ধের পরিকল্পনা থেকে সরে আসে আমেরিকা। পরে এ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস করা হয় এবং তার আওতায় সিরিয়ার সব রাসায়নিক অস্ত্র ২০১৪ সালের জুন মাসের মধ্যে ধ্বংস করার কথা রয়েছে।
এদিকে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, আরেক যুদ্ধজাহাজ ইউএসএস গ্রেভেলি দেশের উদ্দেশ্যে ভূমধ্যসাগর ছেড়েছে। তবে উত্তর আরব সাগর ও পূর্ব ভূমধ্যসাগরে এখনো চারটি যুদ্ধজাহাজ রয়ে গেছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন