ইরান-মার্কিন-ইইউ ত্রিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে: আরাকচি

ইরান-মার্কিন-ইইউ ত্রিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে: আরাকচি


ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে তার দেশের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশ্টোন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক ‘ফলপ্রসূ' হয়েছে।

ইরানের পরমাণু আলোচক দলের অন্যতম সদস্য আরাকচি শুক্রবার রাতে জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা জানিয়েছেন। তিনি বলেন, শীর্ষস্থানীয় এই তিন কূটনীতিবিদের আলোচনা ভালভাবে সম্পন্ন হয়েছে এবং তা ছিল ফলপ্রসূ। তবে আরো অনেক কাজ এখনো বাকি রয়েছে বলেও জানান তিনি। কেরি, অ্যাশ্টোন ও জারিফের ত্রিপক্ষীয় আলোচনা জেনেভার স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টায় শেষ হয়।

মার্কিন সূত্রগুলো থেকেও একই কথা বলা হয়েছে। তারা বলেছেন, আলোচনায় অগ্রগতি হয়েছে তবে আরো কাজ বাকি রয়েছে। এদিকে, রাশিয়া এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীরা জেনেভা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সের্গেই ল্যাভরভ এবং ওয়াং ইই আজ সুইজারল্যান্ডে পৌঁছাবেন।

গত বৃহস্পতিবার থেকে জেনেভায় ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরানের পরমাণু আলোচনা শুরু হয়েছে। শুক্রবার অনির্ধারিত সফরে সুইস শহরটিতে পৌঁছান আমেরিকা, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যদেশ ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, চীন ও জার্মানির সমন্বয়ে গঠিত হয়েছে ছয় জাতিগোষ্ঠী।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন