পরমাণু আলোচনা সম্পর্কে নেতানিয়াহুকে ব্রিফ করলেন ওবামা

পরমাণু আলোচনা সম্পর্কে নেতানিয়াহুকে ব্রিফ করলেন ওবামা


ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু আলোচনা সম্পর্কে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ব্রিফ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল (শুক্রবার) ওবামা ফোন করেন নেতানিয়াহুকে। এতে বলা হয়েছে- জেনেভা সংলাপের বিষয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সর্বশেষ অবস্থা জানিয়েছেন। এ সময় ওবামা ইরানের পরমাণু বোমা বানানোর বিষয়ে তার জোরালো বিরোধিতার কথা তুলে ধরেন।

এ বিষয়ে দু’জন নিজেদের মধ্যে আলাপ-আলোচনা অব্যাহত রাখার কথাও বলেন। জেনেভা আলোচনা নিয়ে যখন ইসরাইল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তখন ওবামার এ ফোনালাপের খবর বের হলো। গত দু’দিন ধরে জেনেভায় ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু আলোচনা চলছে এবং একটি চুক্তি সইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। এ জন্য আলোচনা একদিন বাড়ানো হয়েছে। গতকাল নেতানিয়াহু ইরানের সঙ্গে যেকোনো চুক্তির বিরোধিতা করে বলেছেন, এ ধরনের চুক্তি হলে তা হবে অনেক বেশি খারাপ কাজ।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন