'মার্কিন দূতাবাসগুলো গোয়েন্দা-ঘাঁটি, সরকারগুলো যুদ্ধাপরাধী'
'মার্কিন দূতাবাসগুলো গোয়েন্দা-ঘাঁটি, সরকারগুলো যুদ্ধাপরাধী'
লেবাননের হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, আমেরিকা বিশ্বে বহু যুদ্ধের হোতা এবং মার্কিন বর্বরতা খুবই স্পষ্ট।
ইসলামী প্রতিরোধ আন্দোলন ও ইসরাইলি সন্ত্রাস বিরোধী ততপরতায় কিংবদন্তীতুল্য সাফল্যের অধিকারী হিজবুল্লাহ নেতা পবিত্র মহররম মাস শুরু হওয়া উপলক্ষে এক ভাষণে এই মন্তব্য করেছেন।
হিজবুল্লাহর মহাসচিব জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে আমেরিকার পরমাণু বোমা হামলার ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে অভিহিত করেন।
বিশ্বের সব দেশেই মার্কিন দূতবাসগুলো গুপ্তচরবৃত্তির আখড়া হিসেবে ব্যবহৃত হয় বলে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সাম্প্রতিক এক বক্তব্য তুলে ধরে তিনি বলেছেন, এটা স্পষ্ট মার্কিন সরকার তাদেরই ঘনিষ্ঠ বন্ধু বা মিত্র ফরাসি প্রেসিডেন্ট, জার্মান চ্যান্সেলর ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপরও গোয়েন্দাগিরি করেছে।
"অন্যদিকে পাইলটবিহীন মার্কিন জঙ্গি বিমান বা ড্রোনগুলো হাজার হাজার বেসামরিক ও নিরপরাধ নারী-পুরুষ এবং শিশুকে হত্যা করা সত্ত্বেও মার্কিন সরকার যুদ্ধ অপরাধ বা মানবতার বিরুদ্ধে অপরাধ করছে বলে কেউ প্রতিবাদ জানাচ্ছে না" - ক্ষোভ প্রকাশ করেন সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।
তিনি আরো বলেন, মার্কিন সরকার বলছে তারা আল-কায়দা ও তালেবানদের ওপর ড্রোন হামলা চালাচ্ছে, কিন্তু বাস্তবে বিয়ের উতসবে উপস্থিত এক থেকে দেড়শত বেসামরিক নাগরিককে টার্গেট করে গণহত্যা চালিয়েছে এইসব মার্কিন ড্রোন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন