সন্ত্রাসীদের হস্তান্তর করুন: পাকিস্তানকে ইরান

সন্ত্রাসীদের হস্তান্তর করুন: পাকিস্তানকে ইরান


সীমান্ত হত্যায় জড়িত সন্ত্রাসীদের হস্তান্তর করতে আবারো পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়েহ আফখাম (মঙ্গলবার) বলেছেন,ইরান চায় দু’দেশের মধ্যে যে নিরাপত্তা চুক্তি রয়েছে পাকিস্তান তার প্রতি সম্মান দেখিয়ে চলুক। এ চুক্তি অনুসরণ করলে সীমান্ত হত্যায় জড়িত সন্ত্রাসীদের ধরে পাকিস্তানকে অবশ্যই ইরানের হাতে তুলে দিতে হবে।

গত ২৫ অক্টোবর সিস্তান-বালুচিস্তানের সারাভান শহরের সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের হামলায় ইরানের অন্তত ১৪ জন সীমান্তরক্ষী শহীদ ও তিনজন আহত হন। ইরান বলছে- এসব সন্ত্রাসী সীমান্ত পেরিয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে আবার পাকিস্তানে ফিরে গেছে।

গত ফেব্রুয়ারিতে ইরান ও পাকিস্তান নিরাপত্তা চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী ইরান ও পাকিস্তান যৌথভাবে সংঘবদ্ধ অপরাধ, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী যেকোনো ততপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ব্যবস্থা নিতে একে অপরকে সহযোগিতা করতে বাধ্য।

মারজিয়েহ আফখাম জানান, পাকিস্তানে ইরানি দূতাবাসের কর্মকর্তারা বিষয়টি নিয়ে কাজ করছেন এবং শিগগিরি ইরানের বেশ কয়েকজন কর্মকর্তা এ ইস্যু নিয়ে কথা বলার জন্য পাকিস্তান সফর করবেন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন