ইরানে সর্বোচ্চ নেতার ওপর মার্কিন গোয়েন্দাগিরির তদন্ত চলছে
ইরানে সর্বোচ্চ নেতার ওপর মার্কিন গোয়েন্দাগিরির তদন্ত চলছে
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়েহ আফখাম বলেছেন, কুর্দিস্তান প্রদেশে তার দেশের সর্বোচ্চ নেতার সফরের সময় পরিচালিত মার্কিন গোয়েন্দা ততপরতার বিষয়ে জোর তদন্ত চালাচ্ছে তেহরান।
চার বছর আগে ইরানের কুর্দিস্তান প্রদেশে হযরত আয়াতুল্লাহ উজমা খামেনেয়ীর সফরের সময় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো উপগ্রহের মাধ্যমে গোয়েন্দা ততপরতা চালিয়েছিল বলে এডওয়ার্ড স্নোডেনের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে।
মারজিয়েহ আফখাম বলেছেন, আমরা সাইবারকেন্দ্রীক গোয়েন্দা ততপরতাসহ সব ধরনের গোয়েন্দা ততপরতার নিন্দা জানাই। মার্কিন গুপ্তচরবৃত্তির হাত থেকে তার ঘনিষ্ঠ মিত্ররাও রক্ষা পাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।
বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্ত করা সংক্রান্ত ইরানের প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, প্রায় এক মাস আগে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জাতিসংঘ সাধারণ পরিষদে এই প্রস্তাব পেশ করেছিলেন। ওই প্রস্তাবে ২৬ শে সেপ্টেম্বরকে পরমাণু অস্ত্র ধ্বংসের আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করার কথা রয়েছে। এ ছাড়াও ২০১৮ সালে পরমাণু নিরস্ত্রীকরণ সম্মেলন আয়োজনের কথাও রয়েছে ওই প্রস্তাবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন