‘ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ত্যাগ করবে না ইরান’
‘ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ত্যাগ করবে না ইরান’
জেনেভা বৈঠকে ইরান ও ছয় জাতিগোষ্ঠী (ফাইল ছবি)
ইরান কোনো অবস্থায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার ন্যায্য অধিকার ত্যাগ করবে না। ইরানি পরমাণু আলোচক দলের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভি এ খবর দিয়েছে।
আগামীকাল জেনেভায় তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের দু’দিনব্যাপী আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। জার্মানি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যদেশ- চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন এবং আমেরিকাকে নিয়ে ছয় জাতিগোষ্ঠী গঠিত।
ইরানি আলোচক দলের ঘনিষ্ঠ সূত্রটি বলেছে, ওই বৈঠকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার মাত্রা নিয়ে আলোচনার জন্য তেহরান প্রস্তুত রয়েছে। এ ছাড়া, সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর বিষয়টিও মেনে নেবে না ইরান।
ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনার জন্য পাশ্চাত্যের প্রতি আহ্বান জানিয়ে আসছে। গত মাসের ১৫ ও ১৬ তারিখ জেনেভায় ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে দু’দিনব্যাপী বৈঠক করেছে ইরান।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন