আমেরিকায় পরমাণু বোমা হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পিয়ংইয়ং

আমেরিকায় পরমাণু বোমা হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পিয়ংইয়ং

আমেরিকায় পরমাণু বোমা হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পিয়ংইয়ং


আমেরিকা মহাদেশে পরমাণু বোমা দিয়ে আঘাত হানার ক্ষমতা সম্পন্ন আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।

আজ (মঙ্গলবার) এ কথা জানিয়েছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের আমেরিকা-কোরিয়া ইন্সটিটিউট। এ সংক্রান্ত তথ্য ৩৮ নর্থ ওয়েব সাইটে প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়েছে, সাম্প্রতিক কুচকাওয়াজে পিয়ংইয়ং নকল আইসিবিএম প্রদর্শন করেছে। তবে প্রথমে এ সব আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রকে যতোটা নকল বলে মনে করা হয়েছিল প্রকৃতপক্ষে তা নয় বলে এবার জানিয়েছে ৩৮ নর্থ ওয়েব সাইট।

বর্তমানে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে সীমিত ক্ষমতার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে উত্তর কোরিয়ার বিকাশ ঘটেছে এবং এর সঙ্গে কুচকাওয়াজে প্রদর্শিত ক্ষেপণাস্ত্রের মিল আছে।

দেখতে সুন্দর না হলেও এসব নকল ক্ষেপণাস্ত্র থেকে বোঝা যায়, উত্তর কোরিয়ার ৫,৫০০ কিলোমিটার থেকে শুরু করে ১১,০০০ কিলোমিটার পাল্লার আইসিবিএম তৈরির ক্ষমতা আছে।

এ সব ক্ষেপণাস্ত্র হালকা পরমাণু অস্ত্র বহন করে অন্তত সিয়াটেল পর্যন্ত আঘাত হানতে পারবে বলে হপকিন্স বিশ্ববিদ্যালয়ের আমেরিকা-কোরিয়া ইন্সটিটিউটের বিশেষজ্ঞরা মনে করছেন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন