আবারো পরমাণু অস্ত্র ধ্বংসের আহ্বান জানালো ইরান

আবারো পরমাণু অস্ত্র ধ্বংসের আহ্বান জানালো ইরান


আবারো পরমাণু অস্ত্র ধ্বংসের আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে, পরমাণু অস্ত্র হচ্ছে সারা বিশ্ব ও মানবতার জন্য সবচেয়ে বড় হুমকি।
(সোমবার) জাতিসংঘ নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা কমিটির বৈঠকে এসব কথা বলেছেন, ইরানের স্থায়ী প্রতিনিধি মোহাম্মাদ খাজায়ি।

তিনি বলেছেন, “পরমাণু অস্ত্র হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় হুমকি, আমাদের শিশুদের জন্য হুমকি, বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য হুমকি, শুধু তাই নয় এ অস্ত্র আমাদের গ্রহ এবং পুরো মানব জাতির জন্য হুমকি।”

ইরানের এ প্রতিনিধি বিশ্ব নিরস্ত্রীকরণের ওপর জোর দিয়ে আবারো বলেন, “এসব অমানবিক অস্ত্র সম্পূর্ণভাবে নির্মূল করাই হচ্ছে এগুলোর হুমকি থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায়।”

জাতিসংঘ নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা কমিটির বৈঠকে পরমাণু অস্ত্র ধ্বংসের বিষয়ে একটি প্রস্তাব পাস হওয়ার পর মোহাম্মাদ খাজায়ি এসব কথা বলেন। এর আগে, জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের পক্ষে এ প্রস্তাব তুলেছিল ইরান এবং জাতিসংঘ কমিটিতে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১২৯টি, বিপক্ষে ২৮ এবং ভোট দেয়া থেকে বিরত থাকে ১৯টি সদস্য দেশ। বর্তমানে ইরান হচ্ছে ন্যামের সভাপতি।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন