সৌদি সফরে জন কেরি; সম্পর্ক ঠিকঠাক করাই উদ্দেশ্য
সৌদি সফরে জন কেরি; সম্পর্ক ঠিকঠাক করাই উদ্দেশ্য
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সৌদি আরব ও আমেরিকার সম্পর্ক সঠিক পথে রাখার আহ্বান জানিয়েছেন। সৌদি আরব সফরে গিয়ে রাজা আব্দুল্লাহর সঙ্গে বৈঠকের আগে তিনি এ আহ্বান জানান।
ইরান ও সিরিয়া নিয়ে যখন সৌদি আরব এবং আমেরিকার মধ্যে টানাপড়েন দেখা দিয়েছে তখন তিনি এ সফর করছেন।
জন কেরি ১০ দিন ধরে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আফ্রিকা সফর করবেন। এ সফরের দ্বিতীয় দিনে তিনি গতকাল (রোববার) শেষ বেলায় সৌদি আরবের রাজধানী রিয়াদ পৌঁছান। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল-ফয়সাল তাকে বিমানবন্দরে স্বাগত জানান।
সৌদি আরবে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের উদ্দেশে কেরি বলেন, এখন খুব গুরুত্বপূর্ণ সময়; এ সময়ে দু’দেশের সম্পর্ক সঠিক পথেই এগিয়ে যাওয়া প্রয়োজন। চলতি সফরে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি রিয়াদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।
সিরিয়ার ওপর সামরিক আগ্রাসন না চালানোর পর সৌদি আরব ভীষণভাবে ক্ষুব্ধ হয়। আমেরিকার এ ভূমিকাকে ‘দ্বিমুখী’ উল্লেখ করে গত মাসে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ নিতেও অস্বীকার করে সৌদি আরব। তারপর থেকে দু’দেশের সম্পর্কে শীতল ভাব বিরাজ করছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন