‘সিরিয়া আফগানিস্তান হতে পারে’: সন্ত্রাসীদের মদদদাতার উপলব্ধি

‘সিরিয়া আফগানিস্তান হতে পারে’: সন্ত্রাসীদের মদদদাতার উপলব্ধি


তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় সিরিয়া সংকট নিরসনে ততপর না হলে দেশটি ‘ভূমধ্যসাগর তীরের আফগানিস্তানে’ পরিণত হবে।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে দেয়া সাক্ষাতকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। প্রেসিডেন্ট গুল বলেন, ভূমধ্যসাগর তীরে আফগানিস্তানের মতো কোনো দেশ সৃষ্টি হোক তা কেউ মেনে নেবে বলে তিনি মনে করেন না। এ ছাড়া, সিরিয়ার সংকট নিরসনে বিশ্ব যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাকেও হতাশাব্যাঞ্জক বলে মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট গুল বলেন, সিরিয়ার বর্তমান সংকট যদি অব্যাহত থাকে তবে তা কেবল তুরস্কের জন্য নয় বরং সব দেশের জন্যই হুমকি ও বিপদ হয়ে দেখা দেবে। সিরিয়ার পরিস্থিতি যদি এখনকার মতো থাকে তা হলে সেখানে আরো উগ্রবাদ জন্ম নেবে এবং দেশটির গৃহযুদ্ধে জড়িত কোনো কোনো গোষ্ঠী আরো উগ্র হয়ে উঠবে বলে আশংকা ব্যক্ত করেন তিনি।

সংকট সিরিয়ার সীমান্ত অতিক্রম করার আশংকা দেখা দিলে আঙ্কারা কঠোরতম পদক্ষেপ গ্রহণ করবে বলে এ সময়ে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

সিরিয়ায় গত আড়াই বছর ধরে বিদেশি মদদে যে সহিংসতা চলছে তাতে তুরস্কের বড় ভূমিকা রয়েছে। বিদেশ থেকে যে হাজার হাজার সন্ত্রাসী ও অস্ত্রসস্ত্র সিরিয়ায় অনুপ্রবেশ করেছে তার বেশিরভাগ ঢুকেছে তুরস্কের ভেতর দিয়ে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এসব সন্ত্রাসী একদিন তুরস্ককে নিজেদের জন্য অভয়ারণ্যে পরিণত করবে। তারা তুরস্ককে সিরিয়ার সন্ত্রাসীদের মদদ না দেয়ারও আহ্বান জানাচ্ছিলেন। তুর্কি প্রেসিডেন্ট গুলের এ হুঁশিয়ারিতে মনে হচ্ছে, এতদিনে আঙ্কারা বাস্তবতা উপলব্ধি করতে শুরু করেছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন