লাদাকিয়া উপকণ্ঠে সিরিয় সেনাবাহিনীর অভিযান ; ৬১ সন্ত্রাসী নিহত
লাদাকিয়া উপকণ্ঠে সিরিয় সেনাবাহিনীর অভিযান ; ৬১ সন্ত্রাসী নিহত
সিরিয় সূত্র জানিয়েছে যে, সিরিয় সেনাবাহিনী কর্তৃক লাদাকিয়া উপকণ্ঠের বেশ কয়েকটি গ্রামে চালানো অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক সন্ত্রাসী নিহত হয়েছে।
সূত্র আরো জানিয়েছে : সিরিয় সামরিক বাহিনীর এ অভিযানে লাদাকিয়া উপকণ্ঠে অবস্থিত ‘আকু’ গ্রামে ১৮ জন এবং দুওয়াইরিনাহ গ্রামে ২৯ জন সন্ত্রাসী নিহত হয়।
লাদাকিয়ার রাবিয়া অঞ্চলে পরিচালিত অভিযানে ১৪ জন সন্ত্রাসী নিহত এবং অপর ৯ জন আহত হয়েছে।
সূত্রটি জানিয়েছে : সালমা ও আইনুল হুর অঞ্চলে অবস্থিত আয-যুযু রেস্টুরেন্টের নিকটে এক সংঘর্ষে ২০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশীও ছিল।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা
নতুন কমেন্ট যুক্ত করুন