গাজায় ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে হামাস
গাজায় ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে হামাস
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস দখলদার ইসরাইলের একটি পাইলট বিহীন বিমান (ড্রোন) ভূপাতিত করেছে। গাজার আকাশে প্রবেশের পর গুলি চালিয়ে ড্রোনটিকে নামিয়ে আনে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাস্সাম ব্রিগেড। তারা বলেছে, আজ সকালে গাজার পূর্ব জাবালিয়াতে ইসরাইলি ড্রোনটিকে ভূপাতিত করা হয়েছে। এটি এখন ওই ব্রিগেডের নিয়ন্ত্রণে রয়েছে।
বর্ণবাদী ইসরাইলের সেনাবাহিনী গাজায় তাদের ড্রোন ভূপাতিত হওয়ার খবরের সত্যতা স্বীকার করেছে। তবে তারা বলেছে, হামাসের গুলিতে নয় বরং কারিগরি ত্রুটির কারণে ড্রোনটি ভূপাতিত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী ভূপাতিত ড্রোনটি 'স্কাইলার্ক' মডেলের।
ইসরাইল গোয়েন্দা তথ্য সংগ্রহ ও হামলার জন্য গাজায় ড্রোন ব্যবহার করে থাকে। কয়েক জন বিশ্লেষক জানিয়েছেন, হামাসের শক্তি ও সামর্থ্যকে অস্বীকার করতেই ইসরাইল ওই ড্রোন ভূপাতিত হওয়ার কারণ হিসেবে কারগরি ত্রুটির কথা বলছে। কিন্তু বাস্তবতা হলো- হামাসের গুলিতেই সেটি ভূপাতিত হয়েছে এবং এটি হামাসের জন্য এক বড় সাফল্য।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা
নতুন কমেন্ট যুক্ত করুন