বঙ্গোপসাগরে নৌকাডুবি: বহু রোহিঙ্গা মুসলমান নিখোঁজ
বঙ্গোপসাগরে নৌকাডুবি: বহু রোহিঙ্গা মুসলমান নিখোঁজ
বঙ্গোপসাগরে মর্মান্তিক নৌকাডুবিতে বহু রোহিঙ্গা মুসলমান নিখোঁজ হয়েছে। মিয়ানমারে উগ্রবাদী বৌদ্ধদের হামলা ও নির্যাতনের মুখে টিকতে না পেরে এসব রোহিঙ্গা মুসলমান নৌকায় করে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল।
জানা গেছে, ওই নৌকায় নারী ও শিশুসহ ৭০ জন রোহিঙ্গা মুসলমান ছিল। এর মধ্যে মাত্র আটজনকে জীবিত উদ্ধার করা গেছে। বাকিরা সব নিখোঁজ রয়েছে এবং আশংকা করা হচ্ছে এদের সবার ভাগ্যে সলিল সমাধি ঘটেছে।
এর আগে কয়েক দফায় এ ধরনের বেশ কয়েকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে এবং জাতিসংঘ তার বিরুদ্ধে সতর্কতা উচ্চারণ করেছে। তারপরও জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক হাইকমিশনের কার্যালয়ের হিসাব মতে- শুধু গত সপ্তাহে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে অন্তত ১,৫০০ রোহিঙ্গা মুসলমান মিয়ানমার ছেড়ে বাংলাদেশে পালিয়ে গেছে।
রাখাইন প্রদেশে গত কিছুদিন ধরে দফায় মুসলমানদের ওপর নতুন করে হামলার ঘটনা ঘটেছে। এরপর নৌকাডুবির এ মর্মান্তিক ঘটনা ঘটলো।
গত প্রায় দেড় বছর ধরে রোহিঙ্গা মুসলমানদের ওপর ব্যাপকভাবে হত্যা ও নির্যাতন চলে আসছে। এতে হাজার হাজার মুসলমান মারা গেছে এবং অন্তত ২,৫০,০০০ রোহিঙ্গা ঘর-বাড়ি ছাড়া হয়েছে।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা
নতুন কমেন্ট যুক্ত করুন