সিপাহে সাহাবার সহিংস হামলায় ৬ খনি শ্রমিকের শাহাদাত
সিপাহে সাহাবার সহিংস হামলায় ৬ খনি শ্রমিকের শাহাদাত
সিপাহে সাহাবার ভাড়াটে সন্ত্রাসীরা পাকিস্তানের দক্ষিন-পশ্চিম অঞ্চলে একটি গাড়ীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঐ ৬ ব্যক্তির প্রাণহানী ঘটে।
পাকিস্তান হতে আবনা প্রতিবেদক জানিয়েছেন : শুক্রবার (১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪:৫০ মিনিটে একটি মাইক্রোবাসে করে কয়েকজন খনি শ্রমিক কোয়েটা শহর হতে ‘মাচা’ অঞ্চলের দিকে যাওয়ার পথে সিপাহে সাহাবা সন্ত্রাসীদের হামলার শিকার হয়। সিপাহে সাহাবার সহিংস ও পরিকল্পিত এ হামলায় গাড়ীতে থাকা ৬ ব্যক্তি শহীদ হয়েছে।
যারা এ হামলায় প্রাণ হারিয়েছে তারা হল ; যামিন আলী, আসিফ আলী, আব্দুল হাকিম, নেগার আলী, ইব্রাহিম ও বুলা খান।
হামলায় ঐ গাড়ীতে থাকা জুমআ নামের অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে, তার অবস্থাও আশংকাজনক। শহীদদের লাশ ও আহত ঐ ব্যক্তিকে কোয়েটার ‘বুলান’ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ ও নিরাপত্তা বাহিনী এ বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, বিগত মাসগুলোতে পাকিস্তানের কোয়েটাসহ অন্যান্য শহরে বোমা বিস্ফোরণ, সহিংস হামলা, পরিকল্পিতভাবে হত্যা ইত্যাদি অপরাধ লক্ষ্যণীয় হারে বৃদ্ধি পেয়েছে।
পাকিস্তানের এক সরকারী সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ২০১২ সালে প্রায় ৪০০ পাকিস্তানি বিভিন্ন সাম্প্রদায়িক সংঘর্ষের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে বিরাট একটি অংশ মহানবী (স.) এর আহলে বাইতের (আ.) অনুসারী পাকিস্তানের শিয়া মুসলিমরা।
২০১৩ সালের প্রথম ৬ মাসে ৪টি হামলায় ৩ শতাধিক ব্যক্তিকে হারিয়েছে পাকিস্তানের মুসলিম সমাজ।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা
নতুন কমেন্ট যুক্ত করুন