ইরানের আহভাজ শহরে বেলায়েত বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু
ইরানের আহভাজ শহরে বেলায়েত বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু
ইরানের খুজেস্তান প্রদেশে সর্বোচ্চ নেতার প্রতিনিধির উদ্যোগে এবং আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার (মাজমা) সহযোগিতায় বেলায়েত বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন গতকাল শনিবার ইরানের আহভাজ শহরে শুরু হয়েছে।
সম্মেলনের প্রথম দিনের অধিবেশন ৩ শতাধিক দেশী-বিদেশী আলেম, চিন্তাবিদ, ও গবেষকের উপস্থিতিতে আমিরুল মু’মিনীন (আ.) বিশ্ববিদ্যালয়ের আয়াতুল্লাহ খামেনেয়ী অডিটোরিয়ামে শুরু হয়। প্রথম দিনের কর্মসূচীতে গাদীরে খুমের ঘটনার উপর আলোকপাত ও পর্যালোচনা করা হয়।
খুজেস্তান অঞ্চলে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি, আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার মহাসচিব, সর্বোচ্চ নেতা নির্ধারণী পরিষদে খুজেস্তানের প্রতিনিধিগণ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপমন্ত্রী, ইন্টারন্যাশনাল গাদির ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং হাওযা ইলমিয়া ও বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন মুসলিম চিন্তাবিদ সম্মেলনের প্রথম দিন বক্তব্য রাখেন।
এ সম্মেলনে খুজেস্তান অঞ্চলে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি ও আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার (মাজমা) উচ্চতর পরিষদের সদস্য ‘আয়াতুল্লাহ সৈয়দ মুহাম্মাদ আলী মুসাভি জাযায়েরী’, ইন্টারন্যাশনাল গাদির ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মাজমা’র উচ্চতর পরিষদের সদস্য ‘আয়াতুল্লাহ শেখ আবুল কাসেম খায আলী’, মাজমা’র উচ্চতর পরিষদ ও ইরানের নীতি নির্ধারণী পরিষদের সদস্য ‘হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদি ইরাকি’, মাজমা’র মহাসচিব ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুহাম্মাদ হাসান আখতারী’, খুজেস্তান প্রদেশের গভর্নর ‘আব্দুল হুসাইন মুকতাদায়ী’, ইরানের জাতীয় সংসদে আহভাজ অঞ্চলের সাংসদ ‘সৈয়দ শরিফ হুসাইনী’, আফ্রিকা অঞ্চলে সক্রিয় বিশিষ্ট শিয়া চিন্তাবিদ ও মাজমা’র উচ্চতর পরিষদের সদস্য ‘সৈয়দ মুর্তাজা মুর্তাজা আমেলী’, সিরিয় চিন্তাবিদ ও মাজমা’র উচ্চতর পরিষদের সদস্য ‘শেইখ আল-হালবালভি’, ইরাকের বিশিষ্ট কবি ‘ফুরাত আল-আসাদি’, লেবাননের বিশিষ্ট কবি ‘মুহাম্মাদ জাওয়াদ ইউনুস’, ইরাকের বিশেষ্ট আলেম ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জাযায়েরী’, মাজমা’র সাংস্কৃতিক বিভাগের প্রধান ‘হুজ্জাতুল ইসলাম ড. নাজাফ লাক যায়ী’, শিয়া বিষয়ক বিভাগের কর্মকর্তা ‘হুজ্জাতুল ইসলাম হুসাইন আলী নাকদে দুযান’, ইসলামি প্রচারণা অধিদপ্তরের ইসলামি দর্শন বিষয়ক গবেষণা বিভাগের প্রধান ‘হুজ্জাতুল ইসলাম আব্দুল হুসাইন খসরু পানাহ’ উপস্থিত ছিলেন।
এছাড়া ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, আফগানিস্তান, বেলারুস, উযবেকিস্তান, ইয়েমেন, বসনিয়া, ফ্রান্স, পাকিস্তান, ইতালি, চিলি, আলবেনিয়া, কলম্বিয়া, আলজেরিয়া, ইরাক, আইভরি কোস্ট, নাইজেরিয়া ও কুয়েতের বিশিষ্ট চিন্তাবিদগণ এতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন আজ ৩ নভেম্বর আবাদান শহরে ‘আহলে বাইত (আ.) এর শানে রচিত কবিতার বিষয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা
নতুন কমেন্ট যুক্ত করুন