সরকার মানবতা বিরোধী অপরাধে লিপ্ত: ইসলামী ঐক্যজোট
সরকার মানবতা বিরোধী অপরাধে লিপ্ত: ইসলামী ঐক্যজোট
সরকারের ইসলাম-বিদ্বেষী আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। একই সঙ্গে সদ্য গ্রেফতার হওয়া তরুণ আলেম মুফতি সাখাওয়াত হোসাইনসহ আটক আলেম-ওলামাদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তাদের মুক্তি দাবি করেছেন তিনি।
ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক, হেফাজতে ইসলামের আইন সেলের প্রধান, লালবাগ মাদরাসার উস্তাদ এবং মরহুম মুফতি ফজলুল হক আমিনীর জামাতা মুফতি সাখাওয়াত হোসাইনসহ চারজনকে গত বুধবার দুপুরে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সেখানে জিজ্ঞাসাবাদ শেষে রাতে তিন জনকে ছেড়ে দেওয়া হয়। পরদিন মুফতি সাখাওয়াত হোসাইনকে ৫-৬ মে’র মতিঝিল শাপলা চত্তরের ঘটনায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয় । পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।
আজ ইসলামী ইসলামী ঐক্যজোটের বিবৃতিতে উল্লেখ করা হয়, মুফতি সাখাওয়াতকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়ে সরকার তাদের ধর্মবিদ্বেষী আচরণ আবারও স্পষ্ট করে দিয়েছে । তাদের এমন নির্দয় ও নিকৃষ্ট আচরণে সারা দেশের আলেম উলামা ও তাওহিদী জনতা চরমভাবে ক্ষুব্ধ ও ব্যথিত।
ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ তার বিবৃতিতে জানান, মুফতি সাখাওয়াতকে ৫ দিন কেন, ৫০ দিন রিমান্ডে পাঠালেও কোনো অপশক্তি তার সুমহান আদর্শ ও অবিচল লক্ষ্য থেকে একচুল পরিমাণও সরাতে পারবে না।
তিনি সরকারের সতর্ক করে দেন, গ্রেফতার-মামলা আর জেল-জুলুম চালিয়ে সত্যের পথে ত্যাগ ও সংগ্রামকে স্তব্ধ করা যাবে না। বরং সরকারি নির্যাতন যতো প্রকট হবে, তাদের ঈমানী স্পৃহাও ততই বাড়বে। তিনি আরও বলেন, ৯০ভাগ মুসলমানের দেশের নবীপ্রেমিক আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে শত্রুতা পোষণ করে বর্তমান সরকার মানবতা বিরোধী অপরাধে লিপ্ত হয়েছে।
ইসলামী ঐক্যজোটের মহাসচিব দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, "অতীতে আল্লাহ তায়ালা সাদ্দাদ, ফেরাউন এবং নমরূদকে যেভাবে ধ্বংস করেছেন, বর্তমান সময়ের ইসলামের দুশমনদেরও আল্লাহ একইভাবে ধ্বংস করবেন এবং দেশ, ইসলাম ও মুসলমানদের হেফাজত করবেন।"
অবিলম্বে মুফতি সাখাওয়াতসহ গ্রেফতারকৃত ইসলামী ঐক্যজোটসহ ১৮ দলের রাজবন্দীদের মুক্তি না দিলে বাংলাদেশের আনাচে কানাচে সবখানে মুফতি আমিনীর নিবেদিতপ্রাণ কর্মীগণ রাজপথে নেমে আসতে বাধ্য হবে বলেও বিবৃতিতে হুঁশিয়ারি দেয়া হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন