‘আমেরিকার ওপর আর নির্ভর করতে পারে না ইসরাইল’
‘আমেরিকার ওপর আর নির্ভর করতে পারে না ইসরাইল’
ইরান ইস্যুতে আমেরিকার ওপর আর নির্ভর করতে পারে না ইসরাইল। এ কথা বলেছেন ইসরাইলপন্থী সংগঠন এন্টি-ডিফেমেইশন লীগ বা এডিএল’র জাতীয় পরিচালক আব্রাহাম ফক্সম্যান।
তিনি বলেন, ইরানের সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে যাওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে ওয়াশিংটনের মধ্যে তার কারণেই আজ এ কথা বলতে হচ্ছে। তিনি মার্কিন প্রশাসনের নজিরবিহীন সমালোচনা করে বলেন, দিন দিন বিশ্ব দেখছে- দুর্বল এক আমেরিকাকে যা কোনোমতেই গ্রহণযোগ্য নয়। নিউ ইয়র্কে এক সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।
ফক্সম্যান আরো বলেন, দিন দিন আমেরিকা গভীর ও মারাত্মক পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমরা দেখছি আমেরিকা বিশ্ব থেকে পালাতে চাইছে। আমেরিকা বেপরোয়াভাবে ইরান ও ইরানের জনগণের সঙ্গে দ্বন্দ্ব এড়াতে চাইছে।
এর আগে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত ১লা অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ভাষণ দেয়ার সময় বলেছেন, আমেরিকা ছাড়াই তেল আাবিব ইরানের পরমাণু স্থাপনার ওপর হামলা চালাবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন