ইরানের রিবুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ইস্যুতে ধীরে এগোবে সিনেট

ইরানের রিবুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ইস্যুতে ধীরে এগোবে সিনেট


ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ‘ধীরে চলো’ নীতি অনুসরণের জন্য সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের আলোচনা প্রক্রিয়া শেষ হওয়ার আগে নতুন কোন নিষেধাজ্ঞা আরোপ করতে রাজি নয় ওবামা প্রশাসন।

বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিনেটরদেরকে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। ওই বৈঠকে যেসব সিনেটর অংশ নিয়েছিলেন তাদের সবাই ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যায় সন্তুষ্ট না হলেও খবর এসেছে- সিনেটের ব্যাংকিং কমিটি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের নয়া প্রস্তাব উত্থাপন পিছিয়ে দেবে। আগামী সপ্তাহে এ সংক্রান্ত একটি প্রস্তাব পেশ করার কথা ছিল।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন জেনেভা বৈঠকের ফলাফল দেখে ওয়াশিংটন নয়া নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সিদ্ধান্ত নেবে। আগামী ৭ ও ৮ নভেম্বর জেনেভায় আবারো ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসবে ইসলামী প্রজাতন্ত্র ইরান। গতমাসে অনুষ্ঠিত বৈঠক ফলপ্রসু হয়েছে বলে এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন। আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স,ব্রিটেন ও জার্মানিকে নিয়ে ছয় জাতিগোষ্ঠী গঠিত। এটি ৫+১ গ্রুপ নামেও পরিচিত।
সূত্রঃ তেহরান রেডিও

নতুন কমেন্ট যুক্ত করুন