পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় হাকিমুল্লাহ মেহসুদ নিহত
পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় হাকিমুল্লাহ মেহসুদ নিহত
পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলায় তেহরিকে তালেবান পাকিস্তান- টিটিপি’র প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহত হয়েছেন।
উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহ’র কাছে একটি বাড়ির ভেতর একটি গাড়ির ওপর শুক্রবার মার্কিন ড্রোন থেকে দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের একজন নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, “হাকিমুল্লাহ মেহসুদ নিহত হয়েছেন।” মিরানশাহ’র তিনজন স্থানীয় গোয়েন্দা কর্মকর্তা এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। একজন সিনিয়র তালেবান নেতাও তাদের প্রধানের নিহত হওয়ার কথা স্বীকার করে বলেছেন, মেহসুদের সঙ্গে তার গাড়ির চালক, দেহরক্ষী এবং চাচাও নিহত হয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আমেরিকা সফরে গিয়ে তার দেশে ড্রোন হামলা বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানানোর এক সপ্তাহ পর এ ড্রোন হামলা চালানো হলো। এর আগে বৃহস্পতিবার মিরানশাহ’র কাছে আরেক ড্রোন হামলায় তিন তালেবান নিহত হয়। মার্কিন সরকার তালেবান প্রধান হাকিমুল্লাহ মেহসুদের মাথার দাম ঠিক করেছিল ৫০ লাখ ডলার।
পাকিস্তানের আফগান সীমান্তবর্তী সাতটি স্বায়ত্বশাসিত উপজাতীয় এলাকার একটি হলো উত্তর ওয়াজিরিস্তান। এলাকাটি তালেবান ও আল-কায়েদা সদস্যদের অভয়ারণ্য হিসেবে পরিচিত।
২০০৯ সালের আগস্টে টিটিপি’র প্রতিষ্ঠাতা বাইতুল্লাহ মেহসুদ মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর তার ভাই হাকিমুল্লাহ মেহসুদ এ গোষ্ঠীর প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। গত মে মাসে হাকিমুল্লাহ’র ডেপুটি ওয়ালিউর রেহমান একই ধরনের আরেক ড্রোন হামলায় নিহত হন। নওয়াজ শরীফ তালেবানের সঙ্গে আলোচনার মাধ্যমে সন্ত্রাসবাদ নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়লাভের পরপরই ওই ড্রোন হামলা হয়েছিল। প্রধানমন্ত্রী শরীফ তালেবানের সঙ্গে আলোচনার চেষ্টা চালিয়ে গেলেও তালেবানের পক্ষ থেকে এ ব্যাপারে তেমন কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন