৪ কোটি ৮০ লাখ মার্কিনীর খাদ্য সহায়তা বন্ধ হল
৪ কোটি ৮০ লাখ মার্কিনীর খাদ্য সহায়তা বন্ধ হল
অর্থনৈতিক সংকটের কারণে মার্কিন সরকার দেশটির নিম্ন আয়ের মানুষদের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি নবায়ন না করায় দেশটির প্রায় চার কোটি ৮০ লাখ মানুষ এ সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে।
২০০৯ সালের ওই কর্মসূচির মেয়াদ গতকাল (শুক্রবার) শেষ হয়।
মার্কিন কৃষি দপ্তর পরিচালিত সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা এসএনএপি নামের এ খাদ্য সহযোগিতামূলক কর্মসূচি সাধারণভাবে ফুড স্ট্যাম্প হিসেবে পরিচিত।
চলতি বছর এই কর্মসূচির জন্য বরাদ্দকৃত অর্থ হতে ৫০০ কোটি ডলার কমানো হচ্ছে এবং আগামী ৩ বছরে এ খাত থেকে মোট ১ হাজার ১০০ কোটি ডলার কমানো হবে।
এই পদক্ষেপের ফলে আমেরিকার বেকার ও দরিদ্র লোকদের দুর্ভোগ বাড়বে বলে মার্কিন সরকারের সমালোচনা জোরদার হয়েছে।
আমেরিকার দুর্বল অর্থনীতি এবং উচ্চ বেকারত্বের হারের কারণে ক্ষুধা নিবারণের জন্য বেশি মাত্রায় মার্কিন নাগরিকদের ফুড স্ট্যাম্পের ওপর নির্ভর করতে হচ্ছে। প্রতি মাসে প্রায় চার কোটি ৮০ লাখ মার্কিন নাগরিক ফুড স্ট্যাম্প ব্যবহার করেন এবং এদের অর্ধেকই হচ্ছে শিশু ও কিশোর।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন