ইয়েমেনে তিন দিনের হুথি-সালাফি সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত
ইয়েমেনে তিন দিনের হুথি-সালাফি সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত
ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সা’দা প্রদেশে সালাফি জঙ্গিদের সঙ্গে হুথি যোদ্ধাদের গত তিন দিনের সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত হয়েছে। গত বুধবার প্রদেশের দামাজ শহরে এ সংঘর্ষ শুরু হয়েছিল।
সালাফি জঙ্গিদের মুখপাত্র আবু ইসমাইল আল-হাজুরি এ সম্পর্কে জানিয়েছেন, “নিহতদ ৪০ জনের সবাই সালাফি এবং আরো অন্তত ২০০ লোক এ সংঘর্ষে আহত হয়েছে।” স্বতন্ত্র কোনো সূত্র থেকে হতাহতের এ সংখ্যা যাচাই করা কিংবা হুথিদের কেউ নিহত হয়েছে কিনা তাও জানা যায়নি।
গত কয়েক সপ্তাহ ধরে দামাজ শহরে হুথি যোদ্ধাদের সঙ্গে সালাফি গোষ্ঠীগুলোর সংঘর্ষ চলছে। শেখ আব্দেল মালেক আল-হুথির নেতৃত্বাধীন শিয়া সশস্ত্র গ্রুপ হুথি গত বুধবার এক বিবৃতিতে বলেছে, সালাফি গোষ্ঠীগুলো বিদেশ থেকে হাজার হাজার সন্ত্রাসী এনে দামাজ শহরে দাঙ্গা উস্কে দিচ্ছে। শিয়া হুথি যোদ্ধারা তাদের প্রতিষ্ঠাতা হুসেইন বাদরেদ্দিন আল-হুথির নামে নিজেদের সংগঠনের নামকরণ করেছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন