ইরান-বিরোধী সিনেট সদস্যরাই বেশি দুর্নীতি পরায়ণ

ইরান-বিরোধী সিনেট সদস্যরাই বেশি দুর্নীতি পরায়ণ


ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যেসব সিনেট সদস্য সক্রিয় তারাই বেশি দুর্নীতি পরায়ণ বলে খবর বেরিয়েছে। এর মধ্যে রয়েছেন বব মেনেন্ডেজ এবং মার্ক কির্ক। এসব সিনেট সদস্যই ইরানের বিরুদ্ধে মার্কিন একতরফা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে জোরালো ভূমিকা রেখেছেন।

সিনেটর মেনেন্ডেজ নিউ জার্সি থেকে নির্বাচিত ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের সদস্য এবং তিনি হচ্ছেন মার্কিন ফরেন রিলেশন্স কমিটির চেয়ারম্যান। বলা হচ্ছে- এই মেনেন্ডেজ হচ্ছেন মার্কিন কংগ্রেসের ১৩ জন দুর্নীতি পরায়ন সদস্যের অন্যতম। ওয়াশিংটনভিত্তিক পর্যবক্ষণকারী সংস্থা সিটিজেন্স ফর রেসপনসিবিলিটিজ অ্যান্ড ইথিক্স এ তথ্য দিয়েছে। তার বিরুদ্ধে এক বন্ধুকে সুবিধা পাইয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এছাড়া, তথ্য গোপন করে নির্বাচনী প্রচারণার দাতা সলমোন মেলগেনের ব্যক্তিগত বিমানে চড়েছেন।

অন্যদিকে, ইলিনয়েস থেকে নির্বাচিত রিপাবলিকান দলের সিনেট সদস্য মার্ক কির্কও দুর্নীতির জন্য অভিযুক্ত হয়েছেন। তিনি স্বীকার করেছেন, ইরাক যুদ্ধের সময় তিনি তার সামরিক সার্ভিসের রেকর্ডের বিষয়ে মিথ্যা বলেছেন।

সূত্রঃ রেডিও তেহরান

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন