মার্কিন সরকারকে বিশ্বাস করি না: ইরানি ইহুদি এমপি

মার্কিন সরকারকে বিশ্বাস করি না: ইরানি ইহুদি এমপি


ইরানের জাতীয় সংসদে ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী এমপি সিয়ামাক মারেহ সেদ্‌ক বলেছেন, তেহরানের প্রতি মার্কিন সরকারের শত্রুতামূলক আচরণ পরিবর্তন না হওয়া পর্যন্ত ইরানের জনগণ আমেরিকাকে বিশ্বাস করবে না।

তিনি বলেছেন, “যতক্ষণ তারা ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক তৈরি না করবে ততক্ষণ পর্যন্ত ইরানি জনগণের অবিশ্বাস অব্যাহত থাকবে।”

সম্প্রতিক ইরান-মার্কিন কূটনৈতিক যোগাযোগের কথা উল্লেখ করে মারেহ সেদ্‌ক বলেন, যদিও আমরা জাতীয় স্বার্থ বিবেচনা করে কোনো কোনো অবস্থানে পরিবর্তন এনেছি তারপরও আমরা তাদেরকে এখনো অবিশ্বাস করি।

ইরানের এ সংসদ সদস্য আরো বলেন, ইরানি জনগণ মুক্তি ও স্বাধীনতা চায় বলেই মার্কিন সরকারগুলো তেহরানের সঙ্গে শত্রুতার নীতি অনুসরণ করে আসছে; এটিই হচ্ছে শত্রুতার মূল কারণ।

গত ২৫ সেপ্টেম্বর ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি নিউ ইয়র্কে সাক্ষাত করেন। এটি ছিল ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর দু’দেশের সর্বোচ্চ কূটনৈতিক পর্যায়ে প্রথম বৈঠক। এ বৈঠকের আগে, নিউ ইয়র্কে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে সংলাপ হয়।
সূত্রঃ রেডিও তেহরান

নতুন কমেন্ট যুক্ত করুন